পাঁচ দিন সাগরে ভাসছিলেন ‘হারানাথ’


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩, ০৫:৩৩ পিএম
পাঁচ দিন সাগরে ভাসছিলেন ‘হারানাথ’
উদ্ধার হওয়া জেলে হারনাথ দাল। ছবি : সংগৃহীত

গত সপ্তাহে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া এক জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। পরে তাকে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা পরিচালক লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

উদ্ধার হওয়া জেলের নাম হারনাথ দাল (৫০)। তিনি কক্সবাজার জেলার বিবিরখীল গ্রামের বাসিন্দা।

খন্দকার মুনিফ তকি জানান, গত শনিবার (৫ নভেম্বর) কক্সবাজারের বাশঁখালী এলাকা থেকে মাছ ধরার উদ্দেশে হারনাথ দালসহ ১৮ জন জেলে বঙ্গোপসাগরে যান। শুক্রবার (১৭ নভেম্বর) তাদের ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ১৭ জেলে সাগরে ভেসে গেলেও ডুবন্ত ট্রলারের একটি অংশ ধরে প্রায় ৫ দিন ভেসে ছিলেন হারনাথ।

পর গত মঙ্গলবার (২১ নভেম্বর) ‘নরেন্দ্র-২’ নামের ভারতীয় একটি ফিসিং ট্রলারের জেলেরা তাকে উদ্ধার করেন। এরপর বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তারা ভারতীয় কোস্টগার্ডের কাছে হারানাথকে হস্তান্তর করেন।

মুনিফ তকি আরও জানান, ভারতীয় কোস্টগার্ড শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ৩টার দিকে উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে হারানাথকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা দিয়ে তাকে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাসের কাছে হস্তান্তর করা হয়।

Link copied!