• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০১:৫৪ পিএম
প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে পায়েল মনি (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলার গুমানমর্দ্দন ইউপির ৫ নম্বর ওয়ার্ডের বখতেয়ার মাঝির বাড়ির একটি বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত পায়েল মনি ওই বাড়ির গ্রাম পুলিশ আবুল কালামের ছেলে প্রবাসী রুবেল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে প্রবাসী রুবেলের সঙ্গে উপজেলার ৮ নম্বর মেখল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মন্নার দোকান এলাকার ছবুর মিস্ত্রির বাড়ির পারভেজ বাচার মেয়ে পায়েল মনির পারিবারিকভাবে বিয়ে হয়। দুইমাস আগে রুবেল হোসেন জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই চলে যান।

রুবেলের বাবা আবুল কালাম জানান, দুপুরের দিকে তিনি বাসায় এসে পুত্রবধূকে মোবাইলফোনে কথা বলতে দেখেন। মোবাইলফোন চেক করে দেখা যায় ফোনের অপর প্রান্তের মানুষটি তাদের অচেনা। তবে সে ভবিষ্যতে এমন কাজ আর করবে না জানিয়ে তাকে (শ্বশুরকে) এ ঘটনা তার (নিহতের) বাবাকে না জানানোরও অনুরোধ করেন। কিন্তু শ্বশুর আবুল কালাম ঘটনাটি তার বেয়াই মো. পারভেজ (নিহতের বাবাকে) জানালে তিনিও ফোন করে তার মেয়ের সঙ্গে কথা বলেন। পরে বিকেলে খবর আসে দার পুত্রবধূ আত্মহত্যা করেছেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করেন।

নিহত পায়েল মনির বাবা রাউজান উপজেলার মোবারকখীল এলাকার মো. পারভেজ জানান, “আমার মেয়ের সঙ্গে বেয়াইয়ের পরিবারের কারো সঙ্গে কোনো ঝামেলা ছিল না। তবে, বেয়াইনের সঙ্গে ঝগড়াঝাটি হতো।”

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে  লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি শেষে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

Link copied!