• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নেশার টাকা না পাওয়ায় নানিকে হত্যা


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৩:৩৭ পিএম
নেশার টাকা না পাওয়ায় নানিকে হত্যা

রাজশাহীর তানোর উপজেলায় নেশার টাকা না দেওয়ায় বৃদ্ধ নানিকে মারপিট করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ইসমাইল সরেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কলমা ইউনিয়নের গোদাগারী আদিবাসিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম সোনা সরেন (৭৫)। তিনি ওই গ্রামের মৃত চরন টুডুর স্ত্রী।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আদিবাসিপাড়ায় জিতু সরেনের ছেলে ইসমাইল সরেন একজন মাদকাসক্ত। রোববার দুপুরে তিনি বাড়ি ফিরে তার বৃদ্ধ নানি সোনা সরেনের কাছে নেশা করার জন্য টাকা চান। এ সময় সোনা সরেন টাকা দিতে অস্বীকৃতি জানালে ইসমাইল ক্ষিপ্ত হয়ে তাকে ব্যাপক মারধর করেন। এ সময় প্রতিবেশীরা উদ্ধার করতে গেলেও ইসমাইলের ভয়ে কেউ বাড়িতে ঢুকতে পারেনি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সোনা সরেন আহত অবস্থায় পড়ে থেকে মারা যান।

ওসি আব্দুর রহিম জানান, এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইসমাইল সরেনকে গ্রেপ্তার করা হয়েছে। 

Link copied!