• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

শার্শায় প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩, ১০:০৫ পিএম
শার্শায় প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ

যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্ত এলাকা থেকে এক কেজি ওজনের দুটি বড় স্বর্ণের বারসহ সাইদুর রহমান (২৫) নামের পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে এ চালানটি জব্দ করা হয়। সাইদুর রহমান শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের আব্দুল হালিমের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে এক কেজি ওজনের বড় দুই পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য ৮৫ লাখ টাকা।

Link copied!