• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

পাঁচবিবিতে কিশোরীর মরদেহ উদ্ধার


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৪:০৬ পিএম
পাঁচবিবিতে কিশোরীর মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে ববিতা (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঝিনাইগাড়ী নামক বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ববিতা উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই পাথরঘাটা গ্রামের মামুনুর রশিদের মেয়ে।

নিহতের বড় বোন মামুনী খাতুন জানান, সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ববিতাসহ তিন ভাই বোন ঘরে বসে টিভি দেখছিলেন। এসময় ববিতা ঘুমের কথা বলে তার ঘরে যান। এর প্রায় এক ঘণ্টা পর মামুনী তার ঘরে গিয়ে দেখেন ববিতা সেখানে নেই। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ির আধা কিলোমিটার পশ্চিমে ঝিনাইগাড়ী এলাকায় জেলেরা মাছ ধরতে গিয়ে ববিতার মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে প্রতিবেশীদের কাছে জানতে পেরে সেখানে গিয়ে ববিতার পরিবার মরদেহ শনাক্ত করে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!