• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ফরিদপুরের হত্যা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২, ২০২৩, ০৭:১৮ পিএম
ফরিদপুরের হত্যা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০১২ সালে নৃশংসভাবে খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ইকতার মোল্লাকে (৪৩) রাজধানীর কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (১ জুন) রাতে রাজধানীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইকতার মোল্লা উপজেলার কোনাগ্রামের মৃত আকরাম মোল্লার ছেলে।

র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের শিকার মো. শহিদুল ইসলাম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুলঝুড়ি গ্রামে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০১২ সালের ২৭ জুলাই বিকেলে মোটরসাইকেল নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হলে ওই দিন রাতে দুর্বৃত্তরা শহিদুলকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে পলিয়ে যায়।

এ ঘটনায় নিহত শহিদুলের চাচা মো. আাক্কাস শেখ বাদী হয়ে ৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ২০১২ সালে ২৮ জুলাই আলফাডাঙ্গা থানায় মামলা করেন। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে আদালত ইকতার মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করেন।

মামলার পর থেকেই ইকতার মোল্লা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। 

Link copied!