• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০২:১৯ পিএম
ফরিদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু
ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাসেল শেখ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

রাসেল শেখ ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি গ্রামের জাকির শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি গ্রামের মাঠে হোগলাকান্দি ও বাইশাখালি গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন বাইশাখালি গ্রামের আমানতের সঙ্গে রাসেলের বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই গ্রামের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় রাসেলসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা আহত রাসেলকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, “ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।” 

Link copied!