কয়েক দিনের অবিরাম বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বরইয়া ও উত্তর দৌলতপুর দুটি স্থানে ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। বর্তমানে বিপৎসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মনির আহমদ জানান, সোমবার (৭ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত মুহুরী নদীর পানি বিপৎসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃষ্টিপাত ও নদীর পানি বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী ফুলগাজী উপজেলায় নদী ভাঙন দেখা দেয়। এতে নষ্ট হয় ফসলি জমি, মাছের ঘের ও সবজি ক্ষেত।
উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, উপজেলায় প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমিতে আমন ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। কিন্তু অবিরাম বৃষ্টিতে ফসল ও মাছের ঘের প্লাবিত হওয়ার দুশ্চিন্তায় কৃষক আর মাছচাষিরা।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঞা বলেন, বেড়িবাঁধে মুহুরী নদীর পানি বাড়ায় বাঁ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।