ভোলার ওয়েস্টার্ন পাড়া সাগর বেকারি এলাকায় তুলার গুদাম ও তিনটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নেভাতে গিয়ে ধোয়ায় আক্রান্ত হয়ে ইব্রাহিম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
ভোলা ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ওয়েস্টার্ন পাড়ার জামিরা লতা এলাকায় একটি তুলার গুদামের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আশপাশের তিনটি বসত বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও স্থানীয় সাধারণ মানুষ আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ বিষয়ে ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে একটি তুলার গুদামসহ চার-পাঁচটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।