• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

চার প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৬:১৯ পিএম
চার প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

জয়পুরহাটের পাঁচবিবিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, পাউরুটি, বিস্কুট তৈরি ও বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন এ আদেশে দেন।

র‌্যাবের  জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, পাউরুটি, বিস্কুট উৎপাদন ও বিক্রির অপরাধে স্মৃতি বেকারিকে পাঁচ হাজার টাকা, আনছারি বেকারিকে আট হাজার টাকা, রাখি বেকারিকে পাঁচ হাজার টাকা ও হিমালয় আইসক্রিম ফ্যাক্টরিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন জানান, ভোক্তা অধিকার নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!