• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

খেলা নিয়ে দ্বন্দ্বে জড়াল ছেলে, প্রাণ গেল বাবার


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ০২:১৫ পিএম
খেলা নিয়ে দ্বন্দ্বে জড়াল ছেলে, প্রাণ গেল বাবার

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ফুটবল বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় আব্দুস শহীদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শনিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত আব্দুস শহীদ উপজেলার আদিত্যপুর গ্রামের আর্জেন্টিনা সমর্থক রুকন মিয়ার বাবা।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে ব্রাজিল সমর্থক মুবাশ্বির ও আর্জেন্টিনা সমর্থক রুকন মিয়ার মধ্যে খেলা নিয়ে তর্ক হয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রুকনের বাবা আব্দুস শহীদ হাওর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের আতর আলী ও ফজর আলীসহ একদল লোক আব্দুস শহীদকে প্রচণ্ড মারধর করেন। পরে প্রতিবেশীরা আব্দুস শহীদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে খেলা নিয়ে দ্বন্দ্বে একজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!