সিরাজগঞ্জের এনায়েতপুরে পারিবারিক কলহের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে মুছা শেখ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আশরাফ আলী শেখ (৬২)। তিনি কৃষিকাজ করতেন। অভিযুক্ত মুছা শেখ তার বড় ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছোট ছেলে কলেজছাত্র হারুন শেখকে থানায় নিয়ে যায় পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহে প্রায়ই ওই বাড়িতে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এরই জের ধরে রোববার রাতে দুই ভাইয়ের (মুছা-হারুন) কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের নিবৃত্ত করতে বাবা ও মা এগিয়ে গেলে মুছা তাদের পিটুনি দেন। এরই এক পর্যায়ে ঘটনাস্থলেই আশরাফ আলী মারা যান। গুরুতর আহত মা শাহিদা খাতুনকে এলাকাবাসী উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে নিহতের মেয়ে রাবেয়া খাতুন বলেন, “আমার বাবাকে প্রকাশ্যে হত্যা করেছে মুছা।”
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতসহ নিহতের দুই ছেলেকে থানায় নিয়ে যাচ্ছি। তদন্ত শেষে খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


































