সিরাজগঞ্জের বেলকুচিতে জুবায়েল (২) নামের এক শিশুকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগে বাবা হযরত আলী মুন্সিকে (৩৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে বেলকুচি পৌর এলাকার সূবর্ণ সাড়া মুচিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শিশু জুবায়েলকে তার বাবা গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করেন। পরে দড়ি দিয়ে বাড়ির পাশে আওয়াল মুন্সির তাঁত ঘরের বাটামের সঙ্গে ঝুলিয়ে রাখেন। ছেলেকে দেখতে না পেয়ে জুবায়েলের মা লিপি খাতুন খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে তাঁত ঘরের পাশে হযরত আলীকে দাঁড়িয়ে থাকতে দেখে লিপি খাতুন সামনে এগিয়ে যান। এরপর ছেলে জুবায়েলকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে হযরত আলীকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আর ঘাতক বাবাকে আটক করা হয়েছে ৷ মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।