• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দুই মাসের শিশুকে বিক্রি করলেন বাবা ও দাদি


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১০:০৮ এএম
দুই মাসের শিশুকে বিক্রি করলেন বাবা ও দাদি

মাদারীপুরে কালকিনিতে মায়ের অজান্তে বিক্রি করা আলিফ নামের দুই মাসের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ওই শিশুকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে শিশুকে উদ্ধার করা হলেও অভিযুক্তরা পলাতক।

আলিফের বাবা আলিরাজ সরদার কালকিনির চরঠ্যাঙ্গামারা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন রিকশাচালক। 

আলিফের মা কাজল আক্তার বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পাশে আলিফ নেই। অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারি আলিফকে বিক্রি করে দেওয়া হয়েছে। আমার স্বামী ও শাশুড়ি মিলে এমন কাজ করতে পারবে কখনো ভাবিনি। বাবা কীভাবে টাকার জন্য নিজের সন্তানকে বিক্রি করে দেয়। আমি এ অপরাধীদের বিচার চাই।”

এ বিষয়ে কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) মারগুব তৌহিদ বলেন, “এক লাখ টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল। মায়ের দেওয়া মৌখিক অভিযোগে আলিফকে উদ্ধার করা হয়েছে। এখন যদি আইনগত কোনো সহযোগিতা চান, তাহলে সেটাও করা হবে।”

Link copied!