• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সিলেটে সিএনজি পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৮


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৮:৫৫ পিএম
সিলেটে সিএনজি পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৮

সিলেটে একটি সিএনজি পাম্পে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ অন্তত আটজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর মিরাবাজার দাদাপীর মাজার সংলগ্ন সিএনজি পাম্পে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরাবাজারের বিরতি ফিলিং স্টেশনে হঠাৎ করে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। এর পরপরই পাম্পে আগুন লেগে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভানোর কাজে নেমে পড়েন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

এ ঘটনায় অগ্নিদগ্ধ অন্তত আটজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। এখন পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করে এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!