• ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২,
  • ১লা জমাদিউস সানি, ১৪৪৭

আলমসাধু খাদে পড়ে বিদ্যুৎ অফিসের কর্মচারী নিহত


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০২:০৬ পিএম
আলমসাধু খাদে পড়ে বিদ্যুৎ অফিসের কর্মচারী নিহত
প্রতীকী ছবি

সাতক্ষীরায় আলম সাধু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাসেল (৩৫) নামের বিদ্যুৎ অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল চুকনগর এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, আলমসাধু যোগে রাসেলসহ দুইজন পাটকেলঘাটা বিদ্যুৎ অফিসে যাচ্ছিলেন। পথে তালতলায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এটি খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে রাসেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!