জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মমেছা বেগম (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার বাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমেছা বেগম উপজেলার বাগজানা মাস্টারপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসাইন জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন মমেছা বেগম। শেষ রাতে পরিবারের অজান্তে ঘর থেকে বের হয়ে যান তিনি। ওই রাতেই ট্রেনে কাটা পড়ে মারা যান। ভোরে তার লাশ পাওয়া যায়।
সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধা মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।