• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৬ রবিউল আউয়াল ১৪৪৬

বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলে


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩, ০৫:০৩ পিএম
বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলে

নওগাঁর মান্দা উপজেলায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ অসুস্থ বাবাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তাহার আলী (৭০) মান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন।

তাহার আলী উপজেলার ভারশোঁ ইউনিয়নের আইওর পাড়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, তার ছেলে আলমঙ্গীর হোসেনকে জমি লিখে না দেওয়ার কারণে তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এর আগেও আলমঙ্গীর ও তার স্ত্রী তাকে মারধর করে বের দিয়েছিলেন। তখন তাহার আলী আদালতে গিয়ে মামলা করেন। এরপরও তার ওপর নির্যাতন কমেনি।

ভারশোঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, “বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে নিঃসন্দেহে এটি একটি খারাপ কাজ, এর সঠিক বিচার হওয়া উচিত।”

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজি বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!