• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ০২:১০ পিএম
ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সাতক্ষীরার শ্যামনগরে জমি-জমা সংক্রান্ত বিরোধের আপন ছোট ভাইয়ের হাতে লোকমান হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৩০ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলার মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম মোশারাফ শেখ (৫০)। অভিযুক্ত ও নিহত উভয়ই শ্যামনগর উপজেলার সদরের মাহমুদপুর গ্রামের মুনসুর আলী শেখের ছেলে।

স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মাহমুদপুর গ্রামের মুনসুর আলীর বড় ছেলে লোকমান হোসেন ও ছোট ছেলে মোশারফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মোশারফ হোসেন তার বড় ভাই লোকমান হোসেনকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই মারা যান লোকমান হোসেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!