বিয়ের ১৮ দিনের মাথায় ছাদ থেকে পড়ে ইবি ছাত্রীর আত্মহত্যা


সাভার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ১০:৫৮ এএম
বিয়ের ১৮ দিনের মাথায় ছাদ থেকে পড়ে ইবি ছাত্রীর আত্মহত্যা
ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে ছয়তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে নওরিন নুসরাত নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের স্বামী ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নওরিন নুসরাত ইবির আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষে অধ্যয়নরত ছিলেন।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বিভাগটির সভাপতি সাহিদা আখতার বলেন, ২১ জুলাই নওরিনের বিয়ে হয়। এরপর ঢাকায় স্বামীর সঙ্গে অবস্থান করেন। সেখানে দুই দিন ধরে স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়। এর জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, “বিষয়টি আমিও শুনলাম। খোঁজ নেওয়ার চেষ্টা করছি।”

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান বলেন, নিহতের মরদেহে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারের কারও অভিযোগ নেই। কী কারণে মৃত্যু হয়েছে, তা-ও স্পষ্ট নয়।

Link copied!