• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শ্যালকের মারধরে প্রাণ গেল দুলাভাইয়ের


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০৭:১৮ পিএম
শ্যালকের মারধরে প্রাণ গেল দুলাভাইয়ের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারধরে রমজান আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা।

রমজান আলী ওই গ্রামের সদরুল আলী ব্যাপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে রজমান আলী তার শ্বশুরের জমিতে বর্গা চাষ করতেন। সম্প্রতি এ বিষয়ে চাচাতো শ্যালক শফিকুল ইসলামের সঙ্গে মনোমালিন্য চলছিল। বাড়ির পাশেই একটি জমিতে হালচাষ করতে যায় রমজান আলী। এ নিয়ে শ্যালক ও দুলাভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পযার্য়ে শ্যালক শফিকুল ইসলাম তার দুলাভাইকে মারধর করে। এসময় রমজান আলী ঘটনাস্থলেই মারা যান।

সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে।

Link copied!