• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫
কুড়িগ্রাম পৌরসভা

বিদ্যুৎ বিল বকেয়া ৪ কোটি ৮২ লাখ, সংযোগ বিচ্ছিন্ন


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৩, ০৭:১৫ পিএম
বিদ্যুৎ বিল বকেয়া ৪ কোটি ৮২ লাখ, সংযোগ বিচ্ছিন্ন

কুড়িগ্রাম পৌরসভার সকল ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কুড়িগ্রাম কর্তৃপক্ষ।

রোববার (৫ মার্চ) সকালে পৌর ভবনের প্রতিটি রুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুড়িগ্রাম পৌরসভার বিভিন্ন খাতে মোট ৪ কোটি ৮২ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এর মধ্যে পৌর ভবনের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে প্রায় ৬ লাখ টাকা। এমনকি ওই ভবনের মিটারও ছয় মাস ধরে বিকল। নোটিশ করার পরও পৌর কর্তৃপক্ষ মিটার পরিবর্তন করেনি। এছাড়া বারবার তাগিদ দেওয়ার পরও তারা বকেয়া বিল পরিশোধ করেনি। এ অবস্থায় প্রাথমিক পদক্ষেপ হিসেবে পৌর ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে নেসকো।

সূত্র আরও জানায়, কুড়িগ্রাম পৌরসভার মূল ভবন, পৌর অডিটোরিয়াম, পানি পরিশোধনাগার, বাসস্ট্যান্ড ও সড়ক বাতিসহ বিদ্যুৎ সংযোগের অন্তত ২২টি হিসাব নম্বর রয়েছে। এসব হিসাব নম্বরের কোনোটিতেই নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি।

এ বিষয়ে কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম বলেন, “আর্থিক সংকটের কারণে পৌর কর্তৃপক্ষ এই বকেয়া বিল হালনাগাদ করতে পারছে না। পানির বিলসহ পৌরবাসী বিভিন্ন সেবা খাতের বিল নিয়মিত পরিশোধ করছে না। রাজস্ব সংকটে পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। তবে গত মাসেও তিন লাখ টাকা বিল জমা করেছি। দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধ করে সংযোগ চালুর ব্যবস্থা নেবো।” 

Link copied!