• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

স্কুলব্যাগ থেকে মাদক জব্দ, দুই ভাইসহ আটক ৪


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০৫:৩৮ পিএম
স্কুলব্যাগ থেকে মাদক জব্দ, দুই ভাইসহ আটক ৪

টাঙ্গাইলে স্কুলব্যাগ থেকে ফেনসিডিল জব্দ ও চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরের দিকে ভূঞাপুর উপজেলার ছাব্বিসা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে দুজন আপন ভাই।

আটকরা হলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের সাহেব আলীর দুই ছেলে মরতুজা আলম (২৫) ও সাহাবুদ্দিন আলম (২৩), মফিজ উদ্দিনের ছেলে মাসুদ রানা (২১) ও পীরগঞ্জ উপজেলার খরসিংরা গ্রামের মৃত হযরত আলীর ছেলে শহিদুল ইসলাম (৪২)।

র‌্যাব-১৪-এর কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাব্বিসা এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করা হয়। তারা প্রাইভেটকারযোগে ছাব্বিসা এলাকা দিয়ে যাওয়ার পথে গাড়িটি থামায় র‌্যাব। পরে গাড়িটি তল্লাশি করে দুইটি প্লাস্টিকের বস্তা, স্কুলব্যাগ থেকে ৩৪০ বোতল ফেনসিডিল ও তিন হাজার টাকা জব্দ করা হয়।

রফিউদ্দীন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঠাকুরগাঁও সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত তারা। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Link copied!