• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১০, ২০২৪, ০৬:৩৮ পিএম
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলের কালিয়া উপজেলায় হাসিবুর শেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার খড়রিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার হাসিবুর শেখ উপজেলার পেরুলী ইউনিয়নের খড়রিয়া গ্রামের মো. তবিবর শেখের ছেলে।

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. সাবিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খড়রিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০০ পিস ইয়াবাসহ হাসিবুর নামের এক মাদক ব্যবসায়ীকে আটকের পর কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!