• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

বিরিয়ানীর দোকান থেকে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ০৭:৫৫ পিএম
বিরিয়ানীর দোকান থেকে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিরিয়ানীর দোকান থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।

এর আগে, শুক্রবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা মোড় ইয়াসিনের বিরিয়ানী দোকানের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লা মেঘনা উপজেলার রনি ও নারায়ণগঞ্জ বন্দর উপজেলার রবিন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “রনি ও রবিন নামের দুই মাদক ব্যবসায়ীকে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।” 

Link copied!