• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, গ্রেপ্তার ২


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ০৫:৫৫ পিএম
চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, গ্রেপ্তার ২
ভ্যানচালককে হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার। ছবি : সংবাদ প্রকাশ

দিনাজপুরের ঘোড়াঘাটে মেহেদুল ইসলাম (৪০) নামের এক ভ্যানচালককে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন রংপুরের পীরগঞ্জের শেরপুর এলাকার আব্দুল লতিফের ছেলে লেচু মিয়া (৩৫) এবং একই এলাকার এনতাজ মিয়ার ছেলে ইদু মিয়া (২৫)।

নিহত মেহেদুল ইসলাম ঘোড়াঘাটের আব্দুল্লাহপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর আসামিরা চালককে হত্যা করে ভ্যান চুরির পরিকল্পনা করেন। পরে পরিকল্পনা অনুযায়ী ১৬ অক্টোবর সন্ধ্যায় ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজার থেকে ৬০ টাকা দিয়ে ভ্যান ভাড়া করে নন্দের ঘাটের উদ্দেশে রওনা হন। নারায়ণপুর এলাকায় পৌঁছলে ভান থামিয়ে চালক মেহেদুলকে হাত, পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। পরে তারা ভ্যান ও চালকের মোবাইল নিয়ে পালিয়ে যান। এ ঘটনার পর থানায় একটি মামলা হয়। এরপর প্রথমে পুলিশ ও পরে ডিবি পুলিশ তদন্ত শুরু করে।

Link copied!