• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

জুরাছড়ির অগ্নিকাণ্ড এলাকা পরির্দশনে জেলা প্রশাসক


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০৬:২১ পিএম
জুরাছড়ির অগ্নিকাণ্ড এলাকা পরির্দশনে জেলা প্রশাসক

রাঙামাটি জুরাছড়ি উপজেলা সদর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

শনিবার (১৫ অক্টোবর) সকালে তিনি পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে মিজানুর রহমান বলেন, “নিজেদের অসহায় ভাবার কোনো কারণ নেই। সরকার সব সময় আপনাদের পাশে আছে।”

এসময় জেলা প্রশাসক ফান্ড থেকে ৫৬টি পরিবারকে আড়াই হাজার টাকা হারে প্রদান করা হয়।

জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা প্রমুখ।  

এর আগে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার বিভাগের পক্ষ থেকে ২৫ কেজি চাল ও সাড়ে ৭ হাজার টাকা হারে ৫৬ ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রদান করা হয়।

গত ৯ অক্টোবর জুরাছড়ি উপজেলা সদর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫৪টি দোকান ও ২ বসতিঘর পুড়ে ছাই হয়ে যায়।
 

Link copied!