• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নওগাঁয় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৪:৪৬ পিএম
নওগাঁয় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
বিভিন্ন উপকরণ পেয়ে খুশি কৃষকরা। ছকি-সংবাদ প্রকাশ

‘বাঁচলে কৃষক বাঁচাবে দেশ, উন্নয়নে বাংলাদশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলার সতীহাট বিদ্যালয় মাঠে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সহযোগীতা ও ঢাকা ব্যাংক লিমিটেডের অর্থায়নে ৫০০ কৃষকের মাঝে সার, বীজ ও কীটনাশক বিতরণ করা হয়।

এ সময় ঢাকা ব্যাংক লিমিটেডের কৃষি ব্যাংকিং ইউনিটের প্রধান কাতেবুর রহমান, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ইকো সিস্টেম ম্যানেজার ইমরান হোসেন, জোনাল সেলস্ ম্যানেজার আমিনুল ইসলাম, সতিহাট সিনজেনটা পরবিশেক উত্তম সরকার প্রমুখ উপস্থতি ছিলেন।

উপজেলার সতীহাট এলাকার আজগর আলী বলেন, “ফসল উৎপাদনে খরচ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় ফসল চাষ করে কোনোভাবেই লাভবান হওয়া সম্ভব হচ্ছে না। যে সহযোগিতা পেলাম তাতে আমার অনেক উপকার হবে। চলতি ফসল চাষ করতে যে দুশ্চিন্তায় ছিলাম, এখন তা কিছুটা হলেও কমেছে।”

ঢাকা ব্যাংক লিমিটেডের কৃষি ব্যাংকিং ইউনিটের প্রধান কাতেবুর রহমান বলেন, “কৃষকের সঙ্গে ঢাকা ব্যাংকের সম্পর্কের উন্নতির লক্ষ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।”

Link copied!