সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এসময় তিন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরকান্দা সদরের পাইকারি আড়তে উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
জরিমানা করা ব্যবসায়ীদের মধ্যে রাজিব বাণিজ্যলয়কে ২ হাজার, মেসার্স হাজী ট্রেডার্সের আলমগীরকে ৫ হাজার ও মাহবুব ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক ও জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।