• ঢাকা
  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, হতে পারে বৃষ্টি


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ১২:১৩ পিএম
দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, হতে পারে বৃষ্টি

হিমালয়ের কাছাকাছি জেলা দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সপ্তাহের ব্যবধানে এই জেলায় তাপমাত্রা কমেছে ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া-সংশ্লিষ্টরা  বলছেন, যেকোনো সময় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর এবং দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, সোমবার (১৯ ডিসেম্বর) জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে মঙ্গলবার (২০ ডিসেম্বর) ১৫ দশমিক ৫, বুধবার (২১ ডিসেম্বর) ১৪ দশমিক ৫, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ১৪ দশমিক ২, শুক্রবার (২৩ ডিসেম্বর) ১২ দশমিক ৫, শনিবার (২৪ ডিসেম্বর) ১০ দশমিক ২ এবং রোববার (২৫ ডিসেম্বর) দেশের এবং চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শীতের কাপড় কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, “দিনাজপুরে শীতের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। ঠান্ডা তো বাড়ছে। তাই একটা সুয়েটার খুঁজছি। এবার মনে হচ্ছে শীত একটু বেশি হবে। শীতের কারণে বৃদ্ধ বাবা-মায়ের সমস্যা বেশি। তাদের শরীরের ব্যথা একটু বেড়েছে।”

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী আবহাওয়া কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, দিনাজপুরে তাপমাত্রা কমছে। আজকের দিনাজপুর জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। জেলায় মৃদু শৈত্যপ্রবাহ এবং বৃষ্টির সম্ভাবনাও আছে। আকাশ আংশিক মেঘলা রয়েছে। ভোরের দিকে কুয়াশা পড়তে পারে।

Link copied!