ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাদক বেচাকেনার সময় তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
এর আগে, শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীনগর গ্রামের আবুল বাশারের বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, সালথা উপজেলার ফুকরা গ্রামের মাসুদ ফকির (৩৫), একই গ্রামের কুবদাদ (২৫) ও বোয়ালমারীর চতুল ইউনিয়নের কানো বিশ্বাস (৩০)।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, “৫৫ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।”