ফরিদপুরের মেধাবী ছাত্রী ফাল্গুনী দাস। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এই অদম্য মেধাবী এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু আর্থিক সংকটে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি স্বপ্ন হারিয়ে যাচ্ছিল। তবে তার স্বপ্ন পূরণে এগিয়ে এলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে জেলা প্রশাসক তার নিজ অফিস কক্ষে ফাল্গুনী দাসকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি ও অন্যান্য খরচের জন্য ৩০ হাজার টাকা তার হাতে দেন।
এ ছাড়া ফাল্গুনীর উচ্চশিক্ষা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসক ভবিষ্যতেও তার পাশে থাকার অঙ্গীকার করেন। সহায়তা পেয়ে ফাল্গুনী দাস জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান।
ফরিদপুর শহরের লক্ষ্মীপুরের এক অসহায় পরিবারের মেয়ে ফাল্গুনী। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সেরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু দেশসেরা এ বিদ্যাপীঠে উচ্চশিক্ষার সুযোগ পেয়েও দারিদ্র্যের কারণে তার পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি জেনে ফাল্গুনীর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী উপস্থিত ছিলেন। তিনি বলেন, জেলা প্রশাসকের বদান্যতায় মেধাবী ফাল্গুনীর স্বপ্নপূরণ হতে চলেছে।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, একটি মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তার খোঁজখবর নেওয়া হয়। ফাল্গুনীর উচ্চশিক্ষা নির্বিঘ্ন করার লক্ষ্যে ভবিষ্যতেও তার পাশে থাকার চেষ্টা করা হবে।