• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

সিরাজগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ০৪:২১ পিএম
সিরাজগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সিরাজগঞ্জে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২১ জন । রোববার (৬ আগস্ট) জেলার সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান সহকারী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।

হুমায়ুন কবির জানান, জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৯৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৩৯ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৫৬ জন ডেঙ্গু রোগী। এছাড়া জেলা শহরের বাইরে শাহজাদপুর উপজেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি।

জেলার ডেপুটি সিভিল সার্জন আ.ফ.ম. ওবায়দুল ইসলাম বলেন, “বর্তমানে দ্রুত জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চলতি মাসে রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে।”

এ বিষয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায় বলেন, “ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে করে ডেঙ্গু বংশবিস্তার করতে না পারে। হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।”

Link copied!