• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বৈদ্যুতিক তারে জড়িয়ে যুবকের মৃত্যু


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩, ০৯:০১ পিএম
বৈদ্যুতিক তারে জড়িয়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে অটোগাড়ির গ্যারেজে বৈদ্যুতিক কাজ করার সময় রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হামিদপুর উত্তর পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল উপজেলার সালেংকা গ্রামের সাইদুর রহমান কালুর ছেলে। দীর্ঘদিন ধরে তারা হামিদপুর বসবাস করছেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, রুবেল বাড়ির পাশেই তাদের নিজস্ব রাইস মিলের গুদাম ঘরে ব্যাটারি চার্জ দেওয়ার একটি অটোগাড়ির গ্যারেজ তৈরি করেন। সোমবার সকালে সবার অজান্তে গ্যারেজে বৈদ্যুতিক কাজ করার সময় তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘাটাইল থানার এস আই মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
 

Link copied!