মালয়েশিয়ার পেনাংয়ে শামিম হোসেন (২৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। ঘুমন্ত অবস্থায় স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিহতের সহকর্মীরা।
শুক্রবার (১৮ আগস্ট) রাতে পেনাংয়ের বাতুল আপ্পান এলাকায় মৃত্যু হয় তার।
শামিম যশোরের শার্শা উপজেলার সুবর্ণখালী গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা আবু জাফরের ছেলে।
শামিমের সহকর্মী মালয়েশিয়াপ্রবাসী আব্দুল খলিল মোবাইল ফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রতিদিনের মতো শুক্রবার ভোরে আমরা কাজে বেরিয়ে যাই। শামিমের কাজে আসতে দেরি হচ্ছে বলে অনেকবার ফোন দেওয়া হয়। কিন্তু ফোনে কোনো সাড়া না পেয়ে কয়েকজন মিলে শামিমের রুমে খোঁজ করতে পান। কিন্তু সাড়াশব্দ না পেয়ে দেখা যায় সে মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় শামিমের স্ট্রোকে মৃত্যু হয়েছে।”
শামিমের সহকর্মীরা জানান, শামিম অত্যন্ত ভালো লোক ছিলেন। তার মরদেহ বর্তমানে পেনাংয়ের হাসপাতালের মর্গে রাখা আছে। লাশ দ্রুত দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।