ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ট হয়ে আনিছ শেখ (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোসলেম ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ও রাজস্ব খাতের আওতায় নির্মাণাধীন ৪ তলা ভবনের নিচ তলায় পানির মোটর চালু করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
আনিছ শেখ ফরিদপুরের কোতয়ালী থানাধীন গেরদা ইউনিয়নের পোসবা মুন্সি বাজার গ্রামের আলা শেখের ছেলে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা আনিছকে চিকিৎসার জন্য সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনি প্রক্রিয়া শেষ করে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।