নীলফামারীতে রোজা রাখা অবস্থায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রনি ইসলাম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) দুপুর দুইটার দিকে জেলা সদরের টুপামারী ইউনিয়নের মাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
রনি ইসলাম ওই এলাকার নিজপাড়া গ্রামের ছামিদ হোসেনের (৫০) ছেলে। তিন ছেলের মধ্যে সবার ছোট ছিল রনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রনিসহ চার পাচ জন ছেলেকে দুপুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর হঠাৎ ওদের মধ্যে কয়েকজন রনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে চিৎকার করে। এ সময় এলাকাবাসী পুকুরে খোঁজাখুঁজি করে রনির মরদেহ উদ্ধার করে।
টুপামারী ইউনিয়নের চেয়ারম্যান মছিরত আলী শাহ জানান, “ঘটনাটি আমার এলাকাতেই ঘটেছে। মাগরিবের নামাজের পরে নিজ এলাকায় জানাজা শেষে দাফন করা হয়েছে।”
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জানতে পেরেছি শিশুটি রোজা রাখা অবস্থায় পুকুরে গোসল করতে যায়, সেখানে দুর্ঘটনা বসত পানিতে ডুবে মৃত্যু হয় তার।”