• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৭:০৪ পিএম
ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত
মরদেহ। প্রতীকী ছবি

নওগাঁর আত্রাইয়ে শ্যালোমেশিন চালিত ভটভটি উল্টে রেজাউল ইসলাম (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১ নভেম্বর) বেলা ১১টা নাগাদ ব্রজপুর তাঁতিপুকুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম উপজেলার ব্রজপুর গ্রামের কেয়ামত আলীর ছেলে।

ভটভটি চালক বাবু ইসলাম জানান, রেজাউল ইসলাম একজন গরু ব্যবসায়ী। শনিবার ভটভটিযোগে গরু নিয়ে জয়পুরহাট যাচ্ছিলেন। তাঁতিপুকুর –আত্রাই সড়কের ব্রজপুর-তাঁতিপুকুর ব্রিজ এলাকায় পৌঁছলে ভটভটির সকাপ ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি খালে পরে যায়। এসময় রেজাউল ও তার সহযোগী এবং ভটভটিচালক বাবু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে আত্রাই সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে রেজাউল মারা যান। আহত আরেকজনের নাম বলতে পারেননি চালক বাবু ইসলাম।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!