সাভারে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহফুজ সরকারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ওই কাউন্সিলরকে আদালতে পাঠানো হয়।
এর আগে, বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার পানপাড়ার ভাওয়ালিয়াপাড়া এলাকায় ভুক্তভোগী গৃহবধূর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাহফুজ সরকার মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি সিংগাইর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
পুলিশ জানায়, ভাওয়ালিয়াপাড়া এলাকার ওই গৃহবধূর সঙ্গে সম্প্রতি পরিচয় হয় মাহফুজের। বুধবার রাতে ওই গৃহবধূর ভাড়া বাসায় যান মাহফুজ। এ সময় কয়েকজন ব্যক্তি ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে এলাকাবাসীকে খবর দেন। পরে তারা ঘরে এসে ওই কাউন্সিলকে দেখতে পান। পরে ওই গৃহবধূর স্বামী পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, “ঘটনাস্থল থেকে ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মামলা করেছেন। গ্রেপ্তার কাউন্সিলরকে আদালতে পাঠানো হয়েছে।”

















-20251028132147.jpg)



















