সাতক্ষীরার পাটকেলঘাটায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাটকেলঘাটার কাটা খালি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন পাটকেল ঘাটা থানার কাটাখালি গ্রামের আমজেদ হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পাটকেল ঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, ফারুক হোসেনের ছেলে সাগর হোসেন বাদশা বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাদশা তার দুই বন্ধু নয়ন হোসেন ও লাকী হোসেনের সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিল। পথে কাটাখালি এলাকায় তুচ্ছ ঘটনায় বাদশার সঙ্গে দুই বন্ধুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
বিষয়টি জানতে পেরে ফারুক হোসেন নয়ন ও লাকীকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে নয়ন তার মামা কৃষ্ণনগর গ্রামের রুবেল হোসেনকে ফোন দেয়। রুবেল কয়েকজন সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে ফারুক হোসেনকে বেধড়ক পেটান। এতে ফারুক হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।