• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ০৭:৩১ পিএম
কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
ফাইল ফটো

নড়াইলে যুবরাজ দাস (২১) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে শহরের ভওয়াখালীস্থ নার্সিং কলেজের পাশে ভাড়া নেওয়া বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবরাজ সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের গোপাল দাসের ছেলে। তিনি নড়াইল নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, নড়াইল নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র যুবরাজ দাস ও তার ৪ সহপাঠী মিলে কলেজের পাশের একটি বাসভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে পড়াশুনা করতেন। বুধবার দুপুরে যুবরাজের বন্ধুরা বাসায় ফিরে রুমের দরজা বন্ধ পান। ডাকাডাকি করে না পেয়ে তারা খবর দিলে পুলিশ এসে রুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, নড়াইল নার্সিং কলেজের পাশের একটি বাসা থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!