• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজশাহী রেল স্টেশনের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ০৯:২০ এএম
রাজশাহী রেল স্টেশনের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

বিএনপি ও বিরোধীদের ডাকা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় ধাপের প্রথম দিন রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রধান ফটকে দুইটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এর চিফ কমান্ডেন্ট (পশ্চিমাঞ্চল) মো. আসাবুল হক বলেন, “রোববার রাত পৌনে ১০টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে দায়িত্বরত আরএনবি সদস্য ও যাত্রীরা রেলওয়ে স্টেশনের প্রধান ফটকে বোমা সদৃশ দুটি বস্তু দেখতে পান। পরে সেখানকার দায়িত্বরত আরএনবি সদস্যরা বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিকভাবে আমি ঘটনাস্থলে যাই। এরপর ঘটনাস্থলে বোয়ালিয়া মডেল থানা পুলিশও আসে। সঙ্গে সঙ্গে বোমা সদৃশ ওই বস্তু দুটি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। রাত সোয়া ১০টার দিকে বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে সেগুলো নিষ্ক্রিয় করেন।”

বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, রোববার রাতে কে বা কারা রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রধান ফটকের সামনে দুটি ককটেল সাদৃশ বস্তু নিক্ষেপ করেন। ককটেল আকারের বস্তু দুটি স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের পাশে এসে পড়ে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। এ বিষয়ে রেলওয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!