সিরাজগঞ্জের চৌহালীতে নিখোঁজের একদিন পর তানজিদ সরকার (৯) নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জোতপাড়া এলাকার বালুর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (১১ মার্চ) সকালে ঘুরতে বেরিয়ে নিখোঁজ হয় তানজিদ। সে গাজীপুরের গাছা উপজেলার লতিফ সরকারের ছেলে ও স্থানীয় একটি পাঠশালার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
এদিকে নিখোঁজ শিশুর বাবা বাদী হয়ে শনিবার সকালে একটি ডায়েরিও করেছিলেন। এ ঘটনায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের মাখন মিয়ার ছেলে সোহাগকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, শিশুটিকে প্রথমে শ্বাসরোধে হত্যার পরে মৃত্যু নিশ্চিত করতে গলা কাটা হয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়েছে।
ওসি হারুন অর রশিদ আরও বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে গাজীপুরে নিহত শিশুর বাবার বাসায় ভাড়া থাকতেন গ্রেপ্তার সোহাগের বোন। তাদের সঙ্গে বাসা ভাড়া নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে খুনের ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত চলছে, দ্রুতই বিস্তারিত জানতে পারবো।”