• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

লাখ টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৭:১৩ পিএম
লাখ টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিক্রি হওয়া মাকবুল হাসান নামের আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিশুটির বাবাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে পুলিশের বিশেষ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন শিশুটির বাবা ছালেনুর (৩৫), মনফর আলী (৪৫), রমাই মিয়া(৫৫) ও লাকি আক্তার(৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে শিশু মাকবুলের মা মাফিয়া বেগমের অভিযোগের ভিত্তিতে ছালেনুর ও মনফর আলীকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের পর বিশেষ অভিযান পরিচালনা করে শিশু মাকবুল হাসানকে উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

পুলিশ আরও জানায়, শিশুটির মা মাফিয়া বেগমের সঙ্গে তার ছালেনুরের অনেকদিন ধরে মনোমালিন্য চলছে। এর পরিপ্রেক্ষিতে মাফিয়া বেগম দুই সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এরই মধ্যে ছালেনুর একদিন এসে দুই সন্তানকে নিয়ে যান। পরে মাফিয়া বেগম জানতে পারেন তার ছেলে মাকবুলকে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর তিনি থানার অভিযোগ করেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, “মামলার ২৪ ঘণ্টার মধ্যেই বিশেষ অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।”
 

Link copied!