• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ইজিবাইক উল্টে শিশু নিহত


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩, ০৭:৪৫ পিএম
ইজিবাইক উল্টে শিশু নিহত

নীলফামারীর সৈয়দপুরে বাবার সঙ্গে গরু-ছাগল দেখতে গিয়ে ইজিবাইক উল্টে দিপু চন্দ্র (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের জিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিপু জিয়ার বাজার সংলগ্ন ডাক্তারপাড়া এলাকার মানিক চন্দ্র দাসের ছেলে।

নিহত দিপুর বাবা মানিক চন্দ্র বলেন, “বাড়ি সংলগ্ন সড়কের পাশে পতিত এক জমিতে গরু-ছাগল বাঁধা ছিল। দিপু আমার সঙ্গে সেই গরু-ছাগল দেখতে যায়। ফেরার সময় দৌড় দিয়ে সে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক ব্রেক কষলে সেটি উল্টে দিপুর ওপর পড়ে। এতে তার নাক ও মুখ দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাই। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে দিপুকে মৃত ঘোষণা করেন।”

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!