• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

শিশুকে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৩:২১ পিএম
শিশুকে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
ঘরের চালা কেটে প্রবেশ করে ডাকাতরা।

ফরিদপুরের সালথায় ঘরের চালা কেটে চার বছরের এক শিশুকে জিম্মি করে মালয়েশিয়া প্রবাসী দুই ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (৪ ডিসেম্বর) রাত ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের চানু ফকিরের ছেলে ইয়াছিন ফকির ও রবিউল ফকিরদের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে সালথা থানায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত তিনজনের নামে অভিযোগ করেছেন দুই ভাইয়ের মা শিউলী বেগম (৪০)। আসামিদের মধ্যে রয়েছেন একই গ্রামের সাহেব মোল্যার দুই ছেলে হাফিজুর মোল্যা ও হাদি মোল্যা।

শিউলী বেগম অভিযোগ করে বলেন, “আমার দুই ছেলে দীর্ঘদিন ধরে বিদেশে থাকে। এ জন্য এলাকার একটি চক্র বিভিন্ন সময় চাঁদা দাবি করত। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে আমাদের ঘরের টিনের চালা কেটে কয়েকজন প্রবেশ করে। তারা ঘরে ঢুকেই আমার অপর ছেলের স্ত্রী লিমা বেগমের চার বছরের শিশু ছেলের গলায় চাকু ধরে।”

শিউলী বেগম আরও বলেন, “এ সময় ডাকাতরা ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে চলে যায়। সব মিলিয়ে ৯ লাখ টাকার নিয়ে যায় ডাকাতরা। এ সময় আমার ছেলের স্ত্রী দুজনকে চিনে ফেলে। ডাকাতরা চলে যাওয়ার পরে আমার ছেলের স্ত্রী চিৎকার দিলে আমরা ছুটে যাই এবং ঘটনা খুলে বলে।”

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Link copied!