• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

পুকুরে ভাসছিল শিশু হাফসার মরদেহ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩, ০৮:০০ পিএম
পুকুরে ভাসছিল শিশু হাফসার মরদেহ

ফরিদপুরের সালথা উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে হাফসা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে এই ঘটনা ঘটে।

হাফসা ওই গ্রামের জাহাঙ্গীর মৃধা নামের এক কৃষকের একমাত্র মেয়ে।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে হাফসাকে বাড়ির উঠানে ছেড়ে দিয়ে তার মা হেনা বেগম ঘরের কাজ করছিলেন। এ সময় হাফসা খেলতে খেলতে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায় হাফসাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিববারের সদস্যরা। পরে দ্রুত হাফসাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফারুক উজ্জামান ফকির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

Link copied!