• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২, ২ রবিউল আউয়াল ১৪৪৬

চাটখিলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩, ০৫:২২ পিএম
চাটখিলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালীর চাটখিলে বাড়ির পেছনের পুকুরে পড়ে আনভীর হোসেন নামের ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আনভীর ওই অঞ্চলের মোল্লা বাড়ির ফিরোজ আলম সুমনের ছেলে।

স্থানীয় বাসিন্দা পলাশ জানান, দুপুর ১২টার দিকে আনভীর পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনে একটি পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

চাটখিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) রাহেনা আক্তার জানান, এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়নি। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Link copied!