• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা জানিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৫:০৯ পিএম
কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা জানিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ

সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা ঘোষণা করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানা পদত্যাগ করেছেন।

সোমবার (১৫ জুলাই) রাতে সেহেল রানা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করে ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে সোহেল রানা লিখেছেন, “আমি স্বেচ্ছায় দলীয় পথ থেকে পদত্যাগ করলাম। কোটাবিরোধী আন্দোলনে যেখানে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে ছাত্রলীগের থাকার কথা, উল্টো সাধারণ ছাত্র-ছাত্রীদের যেভাবে পেটানো হয়েছে আমি একজন ছাত্রলীগের কর্মী হিসেবে লজ্জিত। যে ছাত্রলীগ অধিকার নিয়ে কথা বলে না সেই ছাত্রলীগ আমি করতে পারি না।”

সোহেল রানা বলেন, “মেধাবী শিক্ষার্থীদের ওপরে ছাত্রলীগের নগ্ন হামলার প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ছাত্রলীগের সকল পদবী থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছি। দ্রুতই লিখিতভাবে সেই পদত্যাগপত্র জমা দেওয়া হবে।”

এ বিষয়ে চৌহালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম রেজা বলেন, “সোহেল রানার ফেসবুকে পদত্যাগের ঘোষণা আমি দেখেছি। তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!