• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

বগুড়ায় নকল সোনার বারসহ আটক ৪


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০৮:৩০ পিএম
বগুড়ায় নকল সোনার বারসহ আটক ৪

বগুড়ায় নকল সোনার বার দেখিয়ে প্রতারণার সময় চার প্রতারককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে শহরের কামারগাড়ি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর ফাঁড়ির পরিদর্শক মো. শাহিনুজ্জমান। 

আটকরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম উত্তর পাড়ার মৃত হোসেন আলীর ছেলে জয়নাল মন্ডল, শহরের সেউজগাড়ি রেল কলোনী এলাকার মাহবুবুর রহমান কাইলার ছেলে ফজলুর রহমান, দুপচাঁচিয়া উপজেলার লাফাপাড়া এলাকার নিরঞ্জন চন্দ্র দাসের ছেলে খোকন চন্দ্র দাস ও রাজশাহীর পুঠিয়া উপজেলার বারুইপাড়ার মহসিন আলীর ছেলে সাইফুল ইসলাম।

মো. শাহিনুজ্জমান জানান, “শহরের কামারগাড়ি মোড় এলাকায় নকল সোনার বার আসল বলে লোভ দেখিয়ে একজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাগজের মধ্যে মোড়ানো একটি নকল সোনার বারসহ চারজনকে আটক করা হয়েছে। আটকরা পেশাদার প্রতারক। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।” 

Link copied!